হায়াতুল হায়াওয়ান।

 78. বাগলুন (১) খচ্চর

খচ্চর একটি প্রসিদ্ধ প্রাণী। ইহার উপাধি আবুল আসাজ্জ, আবুল হারুন, আবুস ছাফর, আবু কুযায়া, আবু কামুস, আবু কা'ব, আবু মুখতার, আবু তাউন ইত্যাদি। কেহ কেহ উহাকে ইবনে নাহুক ও বলিয়া থাকেন। ফার্সি ভাষায় ইহাকে আসতার আর হিন্দি ভাষায় খচ্চর বলা হয়। বাগল এর 'বা' অক্ষরে যবর, আইন অক্ষরে সাকিন এবং লাম অক্ষরে দুই পেশ হবে।


খচ্চর ঘোড়া ও গাধার যৌন মিলনে ইহার জন্ম। ইহার শরীর অত্যন্ত শক্ত এবং ঘোড়ার হাড়ের মতো হাড় বিশিষ্ট। ইহার আওয়াজ ঘোড়া ও গাধার আওয়াজের মাঝামাঝি খচ্চর বাজা হয়, ইহারা সন্তান প্রসব করে না। ইবনে বাতরীক ৪৪৪ হিজরীর ঘটনাবলিতে উল্লেখ করিয়াছেন, আশ্চর্য ধরনের এক প্রকার খচ্চর ছিল, যাহা হইতে একটি কালো রঙের ঘোড়া এবং একটি সাদা রঙের খচ্চর জন্মগ্রহণ করে। ইবনে বাতরীক এই ধরনের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন।


সব চাইতে বিস্ময় হইল, দু'টি ভিন্ন ধর্মী প্রাণীর মিলনে ইহার জন্ম হওয়ার কারণে ইহার মধ্যে ভিন্ন ধর্মীয় চরিত্র ও আচরণ পাওয়া যায়।


যদি খচ্চরের পিতা গাধা হয়, তাহা হইলে সে ঘোড়ার ন্যায় হয়, আর যদি পিতা ঘোড়া হয়, তাহা হইলে আকৃতি হয় গাধার ন্যায়। আরো বড় আশ্চর্যের কথা হইল খচ্চরের অঙ্গ প্রত্যঙ্গ ঘোড়া ও গাধার অঙ্গ প্রত্যঙ্গের মাঝামাঝি হয়। তাই ইহার প্রভাব খচ্চরের চরিত্রে পাওয়া যায়। যেমন খচ্চরের মধ্যে ঘোড়ার বুদ্ধিমত্তা থাকে না তেমনি গাধার ন্যায় বোকামি ও নির্বুদ্ধিতা থাকে না। কোন কোন প্রাণীবিদ লিখিয়াছেন, খচ্চরের আবিষ্কারক হইল ইতিহাস খ্যাত রূপণ কারন।


খচ্চরের মধ্যে গাধার ন্যায় ধৈর্য এবং ঘোড়ার ন্যায় শক্তিমত্তা পাওয়া যায়। অধিকন্তু দুই ভিন্ন ধর্মীয় প্রাণীর মিলনে জন্ম হওয়ার কারণে উহার চরিত্র নষ্ট এবং দূরদর্শী হইয়া থাকে। এই অর্থে আরবি কবি কবিতা রচনা করিয়াছেন,


করা লোমাল


خَلْقَ جَدِيدَ كُلَّ يَوْمٍ - مِثْلُ أَخْلَاقِ الْبُغَالِ


"নব নব অভ্যাস প্রত্যহ খচ্চরের ন্যায় পরিবর্তন হয়।"


ইহা ছাড়াও খচ্চর যে রাস্তায় একবার যাতাযাত করে তাহা আর কখনো ভুলে না। খচ্চর যদিও দুইটি ভিন্ন ধর্মীয় প্রাণীর মিলনে জন্মগ্রহণ করে, তবুও সে রাজা বাদশাহদের বাহন, ফকীর দরবেশের বোঝা বহন, তাহাদের হাজত পূরণ করার যিম্মাদার এবং দীর্ঘ পথ অতিক্রমণে ধৈর্যের সহিত কাজ আঞ্জাম দিয়া থাকে। তাই কবি বলিতেছেন,



مَرْكَبُ قَاضٍ وَ إِمَامٍ عَادِل - وَ عَالِم وَسَيِّدٍ وَ كَهْلِ -


"বিচার, ন্যায় পরায়ণ বাদশাহ, আলেম ও মধ্য বয়সী নেতাদের বাহন।


يصلح للترحل وعبير المرحل -


খন্ধর ভ্রমণ ও অভ্রমণ উভয় অবস্থায় উপযোগী বাহন।

Post a Comment

Previous Post Next Post

Popular Items